বেইলি রোডের একটি বহুতল ভবনে অগ্নিকান্ডে আহত ও নিহত হয়েছেন অনেক মানুষ। এরপর থেকে অনেকের মুখে শোনা যাচ্ছে একটি লাইন ‘বেইলি রোডের অগ্নিকান্ড ও আমাদের ইন্টেরিয়র ডিজাইনারদের দায়! শুনে আশ্চর্য হচ্ছেন নিশ্চয় এবং ভাবছেন অগ্নিকান্ডের ঘটনার সাথে ইন্টেরিয়র ডিজাইনারদের আবার কী সম্পর্ক?
ইন্টেরিয়র ডিজাইনারদের দিয়ে আমরা মনের মতো করে আমাদের বাসা বাড়ি, অফিস ও রেস্টুরেন্ট ইত্যাদি সাজিয়ে নিচ্ছি। ডিজাইনাররা প্রচুর লাইট ও কাঠের ফলস সিলিং ব্যবহার করছেন। দেয়ালে এটে দিচ্ছেন প্রচুর কাঠ ও প্লাস্টিক সদৃশ বস্তু। ফলে আমাদের অনিরাপদ হয়ে উঠছে আমাদের ঘরগুলো। বিস্তারিত নিচে তুলে ধরা হলো।
যোগাযোগ করুন:ইন্টেরিয়র ডিজাইনাররা যেসব ইন্টেরিয়র নকশা করেন, অনেক নকশাই ঘরের জন্য ঝুঁকিপূর্ণ। অধিক অর্থ উপার্জনের জন্য এমনটা করে থাকেন ডিজাইনাররা। নিচে ঝুঁকিপূর্ণ কিছু নকশা উল্লেখ করা হলো:
উপরে ঝুঁকিপূর্ণ কিছু ইন্টেরিয়র নকশা তুলে ধরা হয়েছে। এ সেকশনেও আরো কিছু ঝুঁকিপূর্ণ নকশা তুলে ধরা হচ্ছে। যেগুলো জানলে ‘বেইলি রোডের অগ্নিকান্ড ও আমাদের ইন্টেরিয়র ডিজাইনারদের দায়’ সম্পর্কে পরিচ্ছন্ন ধারণা পাওয়া যাবে। চলুন জেনে নেই ঝুঁকিপূর্ণ নকশাগুলো:
ইন্টেরিয়র ডিজাইন অত্যন্ত চমৎকার একটি কাজ ও পেশা। অল্প খরচে ও সময়ে ইন্টেরিয়র ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা যায় বাসবাসের ঘর বা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে। আর এ কাজ কেবল একজন দক্ষ ও অভিজ্ঞ ইন্টেরিয়র ডিজাইনারের পক্ষেই সম্ভব। সমস্যা ইন্টেরিয়র ডিজাইন ও ডিজাইনার নিয়ে নয়।
সমস্যা হলো, বেশি উপার্জনের জন্য যেসব ইন্টেরিয়র ডিজাইনার ঝুঁকিপূর্ণ ডিজাইন ব্যবহারের পরামর্শ দেন তাদেরকে নিয়ে। কারণ বেইলি রোডের ঘটনায় এ ধরনের ডিজাইনারদের দায় চোখে পড়েছে মানুষের। ফলে ‘বেইলি রোডের অগ্নিকান্ড ও আমাদের ইন্টেরিয়র ডিজাইনারদের দায়’ এ শিরোনামে লিখেছেন অনেক লেখক ও বিশ্লেষক।
ইন্টেরিয়র কনসেপ্ট অ্যান্ড ডিজাইন লিমিটেড বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন ফার্ম। এ ফার্ম বসবাসের ঘর, অফিস, শোরুম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে সুনাম ও দক্ষতার সাথে ইন্টেরিয়র ডিজাইনের কাজ করে আসছে। ঝুঁকিমুক্ত ইন্টেরিয়র ডিজাইন দিয়ে ঘর সাজাতে হলে আজই যোগাযোগ করুন ইন্টেরিয়র কনসেপ্টের সাথে।
কল করুন:01618900555Good services, special design all over excellent. I think interior concepts is one of best interior firm in Bangladesh.
I think interior concepts is best interior company of Dhaka, Bangladesh for home, shop & office design and decorations
Interior concepts bd is promising interior firm in Bangladesh wishing bright future of threm.......